টঙ্গিবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।
টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমিন আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি, টঙ্গিবাড়ী উপজেলা জামায়াতে ইসলামির আমির আব্দুল বারি, টঙ্গিবাড়ী থানার ওসি মুহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন, মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান প্রমুখ।